বলা হয় একজন মানুষ তার চোখের আকারে নয়, বরং তার স্বদৃষ্ট স্বপ্নের আকারে বড় হয়। বড় হওয়ার ইচ্ছে, আবেগ, অনুপ্রেরণা সেই সাথে কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার অদম্য ধারাবাহিকতা, একজন রিক্ত হস্ত মানুষকেও পৌঁছে দিতে পারে সফলতার চুড়ান্ত সীমানায়। যে সীমানায় বসে উপভোগ করা যায় পেছনে ফেলে আসা দুঃসহনীয় দিনের স্মৃতি কিংবা রোমন্থন করা যায় ক্লান্তিহীন জীবন সংগ্রামের সেই মুহর্তগুলোকে।

গোমতী নদীর তীর ঘেঁষে বেড়ে উঠা একজন সাধারণ যুবক। প্রকৌশলী পিতা এবং শিক্ষিকা মাতার ঘরে বেড়ে উঠার গতি যে ঘরের পাশে নদীর প্রবাহিত স্রোতধারাকেও হার মানাবে তা হয়তো বলা বাহুল্য। খুব ছোটবেলায় মাধ্যমিক এর কোনো এক শ্রেণিতে, ছাত্র শিক্ষক কথামালার আড্ডায় তাকে মঞ্চে ডেকে জিজ্ঞাসা করা হয়েছিল, কি হতে চাও বড় হয়ে? নির্ভাবনায়, বিনা বিলম্বে এক লহমায় শিশুটি বলে উঠলো ‘আমি শক্তিমান হতে চাই’। কথাটি শুনেই পুরো ক্লাস হো হো করে হেসে উঠলো। বালখিল্যের শিশুমন তখনও জানতো কেবল শক্তিমান হলেই টিভির পর্দায় দেখানো কাহিনীর মতো বাস্তবেও মানুষের জন্য ত্রাণকর্তা হয়ে উঠা যায়।

হ্যা! বলছিলাম নাছির উদ্দিন পাটোয়ারীর কথা। যিনি একধারে একজন সম্পাদক, একজন উদ্যোগী ব্যাবসায়ী সেই সাথে কয়েক শত তরুণ উদ্যেক্তার অনুপ্রেরনা। যার তারুণ্য, শক্তি যোগায় দিশাহীন হয়ে পড়া সেই সব যুবকদের যারা কখনই হয়তো উদ্দ্যোমী হতেন না, অগ্রগামী হতেন না উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে। তারাও আজ স্বপ্ন দেখে, সাহস করে ঝুঁকি নেয়ার। আসুন জেনে নিই দেশের বেশ কয়েকটা উদ্যোগী সংগঠন উদাহরণ টেনে নিয়ে যার আঙ্গুল টেনে উদাহরণ দেয়। যার গৃহীত উদ্যোগ ও প্রতিষ্ঠানগুলোকে অনুকরনীয় ভেবে পথ চলতে নির্দেশনা দেয়, তার ব্যাপারে কিছু কথা।

কুমিল্লা জেলার মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করে চলে আসেন রাজধানী শহর ঢাকায়। এখান থেকেই শুরু করেন জীবনের পরবর্তী পদক্ষেপের সূচনা। প্রাতিষ্ঠানিক শিক্ষা এগিয়ে নিতে পলিটেকনিক থেকে ডিপ্লোমা অতঃপর স্নাতক সম্পন্ন করার পাশাপাশি জড়িয়ে পড়েন তথ্য ও প্রযুক্তির সম্ভাবনাময় দুয়ারে। শুরুতে ছোট দাগের ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করা ক্যারিয়ার, উত্থান ও পতনের ধাক্কা সামলে মেলে বসে নানাবিধ প্রয়োগীয় প্রযুক্তি ও বিষয় ভিত্তিক বস্তুকে কেন্দ্র করে।

বার্তা বাজার তার গৃহীত প্রথম পদক্ষেপ বলে বিবেচিত হলেও আদতে এর পূর্বেই তার পদচারনা ছিলো পর্যটন কেন্দ্রিক অনলাইন সার্ভিস ‘ট্রাভেল হলিডে বিডি’ নামক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। বহুল ভাবে পরিচিতি না পেলেও কর্পোরেট জগতে তা নিঃসন্দেহে আস্থা ও ভরসা কুড়িয়েছিলো খুব অল্প সময়ের মধ্যে।