শরীয়তপুর পৌর এলাকায় গোসলে নেমে নিখোঁজের ২ ঘন্টা পর রানা ফকির (২৪) নামের এক বাক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে পৌরসভার চর পালং এলাকার কীর্তিনাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রানা ফকির নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী এলাকার জাকির ফকিরের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রানা ফকির ছোট বেলা থেকে পৌরসভার রূপনগর এলাকায় তার ফুফু তানিয়ার কাছে বড় হচ্ছিলো। সে জন্মগতভাবে বাক প্রতিবন্ধী ও কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো। শুক্রবার বিকেলে ৪ টার দিকে চর পালং এলাকার কীর্তিনাশা নদীতে গোসলে নামলে হঠাৎ করে ডুবে যায় সে। এসময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করার আগেই পানিতে তলিয়ে যায় রানা। পরে স্থানীয় লোকজন দ্রুত জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিসের সাহায্য নেয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে ডুবুরির মাধ্যমে ২ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করে।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল হাকিম খান বলেন, আমরা জরুরি সেবার মাধ্যমে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। পরে মাদারীপুর থেকে ডুবুরি এনে মৃত অবস্থায় তাকে উদ্ধার করি।

এ বিষয়ে সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শাহরিয়ার ইয়াসিন বলেন, পানিতে ডুবে নিখোঁজের ঘটনায় এক যুবককে নিয়ে আসা হয়েছিলো। তবে হাসপাতালে আনার আগেই সে মারা গিয়েছিলো।

জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।