রাতের বেলা তীব্র গরমে অতিষ্ঠ হয়ে ঘর থেকে বের হয়ে বাইরে বসে ছিলেন ইমামুল বেপারী। এসময় ইমামুলকে বিষধর সাপে কামড় দেয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাটি বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আনু সরকার কান্দি গ্রামে ঘটেছে।

নিহত ইমামুল বেপারী (৩৪) উপজেলাধীন আনু সরকার কান্দি গ্রামের আব্দুর রাজ্জাক বেপারীর ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ইমামুল বেপারীর বাড়িতে ছোট পরিসরে একটি সামাজিক অনুষ্ঠান ছিল। সারাদিন কাজ শেষে রাত ৯ টার দিকে গরমে অতিষ্ঠ হয়ে বাড়ির সামনের রাস্তায় বসে বসে মোবাইলে কথা বলতেছিল ইমামুল বেপারী। এসময় তাকে বিষধর সাপে কামড় দিলে তিনি চিৎকার দেন। চিৎকার শুনে স্বজনরা দৌড়ে এসে তাকে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রাতেই স্বজনরা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক হারুন অর রশীদ বলেন, সাপে কাটা রোগী ইমামুলকে অনেক দেরি করে হাসপাতালে নিয়ে এসেছে তার স্বজনরা। রাতে আমি ও ডাক্তার অমিত তার চিকিৎসা করেছিলাম। অনেক চেষ্টার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়েছে।