বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতউল্লাহ বুলু বলেছেন, দেশকে বাঁচাতে আন্দোলনের কোন বিকল্প নেই। তাই ঐক্যবদ্ধ আন্দেলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে।

শনিবার (২০ মে) বিকেলে জেল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকতুল্লাহ বুলু বলেন, শহীদ জিয়া আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। তা না হলে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারতো না। শহীদ জিয়ার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। শহীদ জিয়া ক্ষমতায় এসে মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল, সাড়ে ৫ হাজার গার্মেন্টস প্রতিষ্ঠা করেছিল এবং অর্থনৈতিক জোন চালুর মাধ্যমে মুক্তবাজার অর্থনীতি চালু করেছিল। ব্যবসা-বাণিজ্যের দ্বার উন্মোচন করেছিলেন। এ জন্যই শহীদ জিয়াকে আধুনিক বাংলাদেশের স্থপতি বলা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, কারাগারে প্রেরণ, গায়েবি মামলা দিয়ে পুলিশি হয়রানিসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, দুর্নীতির প্রতিবাদ এবং ঘোষিত ১০ দফা দাবিতে এই জনসমাবেশের আয়োজন করে দিনাজপুর জেলা বিএনপি।

বার্তাবাজার/এম আই