নতুন দুইটি রাজনৈতিক দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দল দুইটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

বৃহস্পতিবার (১০ আগস্ট) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

নিবন্ধন পেতে এবার ১৯৬টি দল আবেদন করেছিল। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে ১২টি দল শর্ত পূরণ করে। তাদের দেয়া তথ্য যাচাইবাছাই করলে তদন্তে টিকে গণঅধিকার পরিষদ, বিএনএম, বিএসপি ও এবি পার্টি। পরবর্তীতে উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে তদন্তের পর সেখান থেকে বাদ পড়ে গণঅধিকার পরিষদ ও এবি পার্টি।

এদিকে, নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়ার পর বিএনএম ও বিএসপির বিরুদ্ধে তিনটি অভিযোগ পড়ে। সেই আবেদনগুলো সম্প্রতি শুনানিতে না টিকলে নিবন্ধন পেলো রাজনৈতিক দল দুইটি।

বার্তাবাজার/এম আই