বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকার ফ্যাসিষ্ট, দখলবাজ ও অনির্বাচিত সরকার। এই সরকার অবৈধ ও ভোট চোর। তারা আবারো ভোট চুরি করে ক্ষমতায় আসার চক্রান্ত করছে।

শনিবার আমির খসরু মাহমুদ চৌধুরী ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচন বিশ্ব নেতারা ও দেশের মানুষ গভীর ভাবে পর্যবেক্ষণ করছেন। খুব সাবধান হয়ে যান, জনগনের কাছে মাফ চেয়ে নিন নইলে পালানোর পথ পাবেন না। তিনি বলেন, শেখ হাসিনা ও তার মন্ত্রীরা ক্ষমতা হারানো ভয়ে আবোল তাবল বকছেন। শুধু তাই নয় র‌্যাব, পুলিশ ও সরকারের যত বাহিনী আছে তারাও নিজেরা বাঁচার জন্য শেখ হাসিনাকেই আবার ক্ষমতায় বসানোর চেষ্টা করছে। এসব করে লাভ হবে না। যতই গণগ্রেফতার ও নির্যাতন করবেন ততই বিএনপির সমাবেশগুলো সফল হবে। মানুষ গনতন্ত্রের পক্ষে রাস্তায় নেমে আসবে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী আওয়ামী মার্কা আইনশৃংলারক্ষা বাহিনীর প্রতি হুসিয়ারী উচ্চারণ করে বলেন, আপনাদের গতিবিধি সর্বক্ষন মনিটরিং করা হচ্ছে। আপনারা কে কি করছেন তার হিসাব নেওয়া হবে। তাই আপনারা গণতন্ত্রের স্বাধীনতার পক্ষে আসুন, বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে আসুন, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে আসুন। যদি না আসুন তবে রাজপথেই ফয়সালা হবে বাংলাদেশ কোন দিকে যাবে।

তিনি বলেন, দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। মাছ, গোস্ত, তেল, ঝাল, তরিতরকারী ও চিনি মানুষের সাধ্যের বাইরে। দরিদ্র মানুষ তরকারী ছাড়াই ভাত খাচ্ছে। অথচ আওয়ামী লীগের গ্রাম পর্যায়ের নেতারাও হৃষ্টপুষ্ট। তাদের অভাব নেই। এই টাকা তারা কোথায় পায়?

বিএনপির অন্যান্য নেতারা বলেন, শেখ হাসিনা জাপান, আমেরিকা ও লন্ডন সফর নিতান্তই ব্যক্তিগত ও পিকনিক পার্টি। রাষ্ট্রের টাকা ব্যায় করে এমন পিকনিক বিশ্বে আর কোথাও নজির নেই। এই তিন দেশের রাষ্ট্র প্রধান তাকে সম্মানও করেনি। কারণ তিনি ভোট চোর ও গণতন্ত্র হত্যাকারী।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগী সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু, এ্যাড আসাদুজ্জামান, সাইফুল ইসলাম ফিরোজ, আমিরুজ্জামান খান শিমুল, সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু, আব্দুল ওহাব, মীর রবিউল ইসলাম লাভলু, সুপ্রিমকোর্ট বার আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আক্তাররুজ্জামান, মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাস, আলমগীর হোসেন আলম ও সাজেদুর রহমান পাপপু প্রমুখ।

বার্তাবাজার/এমআই