আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয়, পালাবার সুযোগ পাবে না। তাদের নেতাকর্মীরাই তাদেরকে ধাওয়া করবে এবং নির্বাচনে আসতে বাধ্য হবে বিএনপি।

শনিবার (২০ মে) সন্ধ্যায় কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবিধান মেনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে কামরুল ইসলাম বলেন, নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ। নির্বাচনকালীন সরকার নির্বাচন কমিশনকে সর্বতোভাবে সহযোগিতা করবে। সবার সঙ্গে অংশগ্রহণমূলক একটি নির্বাচনের অপেক্ষায় আওয়ামী লীগ।

তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে আর বিএনপি-জামায়াত পেছনে নেয়ার ষড়যন্ত্র করছে। স্বাধীনতার বিরোধী শক্তি আর বিএনপি এক হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে মেতেছে। তিনি আরও বলেন, রাষ্ট্রযন্ত্র ধ্বংস করতে দেশবিরোধী চক্রান্ত চলছে। নির্বাচন বানচালে নতুন করে ষড়যন্ত্রে মেতেছে বিএনপি।

কামরুল ইসলাম বলেন, বিএনপি যতই আন্দোলন করুক, বর্তমান মেয়াদের একদিন আগেও ক্ষমতা ছাড়বে না সরকার।

এসময় কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সহসভাপতি শফিউল আজম খান বারকু, শেখ শাহাবুদ্দিন শাহা, শাক্তা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য আশিক আনাম শুভ, কেরানীগঞ্জ মডেল থানা যুব লীগের আহ্বায়ক মনির হোসেন, শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরজু মিয়া বেনু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পরে কেরানীগঞ্জ মডেল থানা শাক্তা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কবির হোসেনকে ঘোষণা করা হয় এবং দু’দিন মধ্যে সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

বার্তাবাজার/এম আই