নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, হেলথ ক্যাম্প, চারা বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জহুরার সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) মো. আরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরউল্লা, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফাহমিদ নাসরিন জুলি, প্রেসক্লাব সাধারন সম্পাদক জামাল তালুকদার, উপজেলা তথ্য আপা জান্নাত আরা পপি।

বক্তারা বলেন, মা হলেন পরিবারের মূল পরিচালক। সন্তান তার কাছ থেকেই প্রাথমিক শিক্ষা পেয়ে থাকে। প্রত্যেকেরই মায়ের প্রতি সম্মান, ভালোবাসা ও শ্রদ্ধা জানানো উচিত। প্রত্যেক আদর্শ সন্তানের মায়ের আদেশ পালন করা ও তাকে সেবা করা সন্তানের কর্তব্য।

আলোচনা শেষে চারজন স্বপ্নজয়ী মা’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

বার্তাবাজার/এম আই