যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরও ৫২ বাংলাদেশি।
বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার পর বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন।
বুধবার পোর্ট সুদান থেকে সুদানের বদর এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে জেদ্দায় পৌঁছান ১৭৬ বাংলাদেশি। তাদের মধ্য থেকে আজ ৫২ জন দেশে ফিরলেন।
রিয়াদের বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, আজকের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আরও ২৩৮ জন এবং কাতার এয়ারলাইনসের ফ্লাইটে ১৩০ জন মদিনা থেকে বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
গত সোমবার যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৬ বাংলাদেশি। বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। দেশে ফেরাদের মধ্যে নারী, শিশু ও অসুস্থ প্রবাসী ছিলেন।
এর আগে, গত ৩ মে সুদানের রাজধানী খার্তুম থেকে ৬৮০ বাংলাদেশিকে ১৩টি বাসে করে নিরাপদে পোর্ট সুদানে নেওয়া হয়।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস বলছে, সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি নাগরিক বসবাস করেন। এদের মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।
বার্তাবাজার/এম আই