পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য চট্টগ্রামের মিরসরাইয়ে ইকোনোমিক জোনে ৬০০ একর জমি চায় সৌদি আরব।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার, মিসর ও সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন ।

তিনি আরো জানান, চলতি বছরের জুনের পর বাংলাদেশে আসবেন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান আল সৌদ।

এদিকে গাজায় বিষয়ে তিনি বলেন,গাজায় সত্যিকার অর্থে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে। নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। এটি স্পষ্টত আন্তর্জাতিক আইনকানুনের লঙ্ঘন। শুধু তাদের হত্যা করা হচ্ছে তা নয়, সেখানে মৌলিক প্রয়োজনগুলো পরিকল্পিতভাবে ব্যাহত করা হচ্ছে। হাসপাতালে হামলা চালানো হচ্ছে। এগুলো কোনো আইনের মধ্যে যায় না।

গাজা উপত্যকায় মানবিক যুদ্ধ বিরতির আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো প্রদান গভীর হতাশাব্যাঞ্জক বলে মন্তব্য করেছেন তিনি।

বার্তা বাজার/আইএফ