বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সফলতার পর এবারে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২৩ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এর ঘোষণাও দিয়েছেন। তবে বিস্তারিত কিছুই বলেননি তিনি। জানিয়েছেন কেবল নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন নারীদের বিপিএল আয়োজনে।

বোর্ড সভাপতি খোলাসা না করলেও বিষয়টি জানিয়েছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরি নাদেল।

আগামী বছরেই মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম আসর। দেশি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি ক্রিকেটারও আনার পরিকল্পনা রয়েছে বোর্ডের। টুর্নামেন্টে অংশ নেবে চারটি দল।

আরটিভিকে নাদেল বলেন, আমরা আশা করছি আগামী বছর এটি মাঠে গড়াবে। প্রথম এডিশনে আপাতত আমরা চার দল রাখার পরিকল্পনা করেছি। বিদেশি ক্রিকেটারও থাকবে। প্রাথমিক আলোচনাগুলো সবই শেষ। তবে এখনও লিগের ভেন্যু ও শুরুর সময়টা নিশ্চিত করতে পারেনি বোর্ড।

নাদেল এ প্রসঙ্গে বলেন, খেলার ভেন্যু, ফরেইন প্লেয়ার লিমিটেশন, শুরু হবে কবে এইসব ইস্যুগুলো এখনো আলোচনাধীন। খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

বার্তা বাজার/জে আই