ঢাকা-১৭ আসনে একতারা প্রতীকে উপনির্বাচনে অংশ নেওয়া হিরো আলম বলেছেন, পরিবেশ দেখে মানুষ বুঝে ফেলেছে-ভোট দিলেও নৌকা পাস করবেন, না দিলেও পাস করবে।

সোমবার দুপুরে মানিকদী ইসলামীয়া মডেল মাদ্রাসা ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে হিরো আলম বলেন, লোক দেখানো ভোট হচ্ছে।

এই নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে কোনো আগ্রহ নেই মন্তব্য করে তিনি বলেন, ‘সকাল থেকে মানুষের মধ্যে আগ্রহ ছিল যে সুষ্ঠু একটা নির্বাচন হবে। কিন্তু যখন মানুষ দেখছে এজেন্টদের ঢুকতে দেওয়া হইতেসে না, তখন ভোটারদের মধ্যেও একটা ভয় ঢুকে গেছে। মানুষ এখন ভাবছে, ভোট দিলেও নৌকা পাস করবে, না দিলেও নৌকা পাস করবে। এমন চিন্তা করে ভোটারেরা ঘর থেকে বের হচ্ছে না। লোক দেখানো ভোট হচ্ছে। অনেক কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। অনেককে সকালে ভয় দেখিয়ে বের করে দিয়েছে। সবাই তো আমাদের মতো সাহসী না। কয়েকজনকে মারধরও করা হয়েছে।’

নির্বাচন বর্জনের ঘোষণা দেবেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘না। ভোট বর্জন করব না। কারণ আমি চাই জনগণ দেখুক, দেশে নির্বাচন কতটা সুষ্ঠু হইতেছে!জনগণ দেখুক, আমাদের ওপর কীভাবে অত্যাচার হইতেছে, এজেন্টদের বের করে দেওয়া হইতেছে, কেন আমরা ফেল করলাম। দেশের মানুষের চোখ খুলে দেওয়ার জন্য আমি শেষ পর্যন্ত থাকব।’

বার্তাবাজার/এম আই