বছরের শেষ দিকে এসে দারুণ একটি সাফল্য পেয়েছে দেশের ক্রীড়াঙ্গন। অনুর্ধ্ব ১৯ ক্রিকেটে এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ জুনিয়র ক্রিকেট দলের সাফল্যে পৃথক পৃথক অভিনন্দন বার্তা দিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার অভিনন্দন বার্তায় বলেন, ‘বিজয়ের মাসে জুনিয়র টাইগারদের এশিয়া কাপ জয় নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের ও গর্বের। এবারের বিজয় মাসটি যেনো শুধুই ক্রিকেটের। শুধুই বিজয়ের, উদযাপনের। বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবময় দিনে দক্ষিণ আফ্রিকার মাটিতে বিজয় কেতন উড়িয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আমি উভয় দলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’

বাফুফে সংক্ষিপ্ত এক অভিনন্দন বার্তায় জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সহ সকল কর্মকর্তা/কর্মচারী বৃন্দ আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।’ অভিনন্দন জানানোর পাশাপাশি নিজেদের প্রত্যাশার কথাও জানিয়েছে বাফুফে, ‘বাফুফে আশা করে এই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের সুনাম আরও অধিকতর বৃদ্ধি করবে। ’

দেশের দুই শীর্ষ ক্রীড়া সংস্থা ফুটবল ফেডারেশন ও ক্রিকেট বোর্ড। ফুটবলের সাফল্যে ক্রিকেট অভিনন্দন এবং আর্থিক পুরস্কার ঘোষনা করে ক্রিকেট বোর্ড। আবার ক্রিকেটের সিরিজ জয় ও অন্যান্য সাফল্যেও বাফুফে অভিনন্দন জ্ঞাপন করে। যদিও কয়েক মাস আগে দুই সংস্থার দুই প্রধানের মধ্যে বাগযুদ্ধে কেঁপে উঠেছিল ক্রীড়াঙ্গন।

বার্তা বাজার/জে আই