চট্টগ্রামে ১৯ বছর পর স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার আসামি আব্দুল করিমকে গ্রেফতার করেছে র্যাব-৭। বৃহস্পতিবার (০৮ জুন) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন র্যাব-৭ এ-র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ নুরুল আবছার।
তিনি জানান, ভিকটিম হাটহাজারী উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। আসামি আব্দুল করিম হাটহাজারী থানার ধলই এলাকার খাইরুল বশরের ছেলে। ২০০৪ সালের ২৬ অক্টোবর সকালে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আসামি আব্দুল করিম ও কয়েকজন সহযোগি ভিক্টিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং নির্জন এক জায়গায় ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় কিশোরীর পিতা আবদুল জলিল বাদী হয়ে হাটহাজারী থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি মোঃ আব্দুল করিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে আসামি করিমের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত বিচার কার্যক্রম চলাকালে করিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ জুন) হাটহাজারী থানার চেয়ারম্যান ঘাটা এলাকায় আভিযান চালিয়ে ১৯ বছর পর আব্দুল করিমকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা বাজার/জে আই