জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগ সরকারের করা বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরে প্রচারপত্র বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে
পৌর এলাকার শিমলা বাজার, আরামনগর বাজার, সরিষাবাড়ী বাসষ্টেশন এলাকায় সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সরিষাবাড়ী আসনের আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশি আব্দুস সামাদ আজাদ তারা।

এসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সরিষাবাড়ী আসনের এমপি মনোনয়ন প্রত্যাশি আব্দুস সামাদ আজাদ তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে।

শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশকে আধুনিক সমৃদ্ধ উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের কাছে মাথা উচু করে দাড় করিয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে এই আস্থা আমাদের রাখতে হবে।

বার্তাবাজার/রাআ