সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষিকাকে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এনামুল হক কতৃক যৌন হয়রানির প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করেন জেলা মহিলা পরিষদ। কেন্দ্রীয় মহিলা পরিষদের নির্দেশনা অনুযায়ী ৪ জুন সকাল ১০ টায় সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শিরীন নাহারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নেতৃবৃন্দ।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি রাজশাহী বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে প্রফেসর ড. নাজমা আফরোজ এর উপর যৌন হয়রানিমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সেই সাথে অভিযুক্ত শিক্ষককে আইনের আওতায় আনা হোক এটাই আমাদের দাবি।

উল্লেখ্য, গত ২১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এনামুল হক কতৃক একই প্রতিষ্ঠানের শিক্ষিকা প্রফেসর ড. নাজমা আফরোজ এর সাথে যৌন হয়রানিমূলক আচরণের ঘটনা ঘটে।

বার্তা বাজার/জে আই