ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরের শুরুটা যেন ভুলে যেতেই চাইবে মোহামেডান। কেননা টানা পাঁচ হারে সাদা-কালো শিবির ছিল রেলিগেশন জোনের কাছাকাছি। কিন্তু সাকিব আল হাসান জাতীয় দলের ব্যস্ততা শেষ করে যোগদান করতেই বদলে যায় ঐতিহ্যবাহী ক্লাবটির ভাগ্য।
আজ বুধবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিব আল হাসানের প্রশংসায় পঞ্চমুখ মোহামেডানের কোচ আশিকুর রহমান। তিনি বলেন, ‘আমি কোচ হিসেবে যেটা দেখছি যে কেউ যদি বিশ্ব ক্রিকেট নিয়ে গবেষণা করতে চায়, তবে যেন সাকিবকে নিয়ে গবেষণা করে, তাহলে সে ক্রিকেট নিয়ে ধারনা পাবে। সাকিব এমন জিনিস। আর সে মোহামেডানে যেটা করছে, তার উপস্থিতি, তার এনার্জি এমনভাবে ছড়িয়ে পড়েছে চারদিকে, যা কিনা ইনফ্লুয়েন্স করছে আমাদের সবার ভেতরে, একটা এনার্জি সৃষ্টি করেছে।’
‘এতে আমাদের সবার ভেতর থেকে শক্তিটা বের হয়ে আসছে, যেটা নিভে ছিল। তো সারা বিশ্বে যদি কেউ ক্রিকেট নিয়ে গবেষণা করতে চায়, তাহলে সাকিবকে নিয়ে গবেষণা করুক। ওর ভেতর সব ইতিবাচক, নেগেটিভ কিছুই নেই। একজন কোচ হিসেবে এটা আমি দেখছি এবং সে দলের ওপর যেভাবে ইমপ্যাক্ট ফেলছে আসার পর, পুরো একটা ভাইব্রেশন, এনার্জেটিক মহল তৈরি হয়েছে।’
সাকিব আল হাসানকে কোচিং করানো আদতে কেমন? এমন প্রশ্নের উত্তরে আশিক বলছেন, ‘সৃষ্টিকর্তা প্রদত্ত একটা জাদু আছে তার মধ্যে। যার প্রভাব নিজের দলে, প্রতিপক্ষে সব জায়গাতেই পড়ে। কোচের সঙ্গে পরামর্শ করেই সাকিব সব করেন বলে জানিয়েছেন আশিক।’
তিনি বলেন, ‘এটা বিশাল বড়। আপনি দেখবেন সাকিব যে দলে থাকে, সে দলে খেলোয়াড়দের খেলাটা সহজ হয়ে যায় এবং কোচদের জন্য কোচিংটা সহজ হয়ে যায়। ওর যে ইনভলভমেন্ট, একবার ডাগআউটে যাচ্ছে, দ্বাদশ খেলোয়াড়ের মাধ্যমে তথ্য পাঠাচ্ছে, ড্রেসিংরুমে মজা করছে, বাইরে থেকে একটা ইতিবাচক আওয়াজ দিচ্ছে। আমাদের না, বিপক্ষ দলের ড্রেসিংরুমে কিংবা ছাতার নিচেও এর ইমপ্যাক্ট পড়ে। এক সাকিব আল হাসানের একটা কথা চারদিকে ছড়িয়ে পড়ে। তার ভেতরে আল্লাহ প্রদত্ত একটা জাদু আছে।’
বার্তাবাজার/এম আই