ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় অধীর অধিকারী (৮৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় বিষয়খালী বাজারস্থ মোহাম্মদ ডাক্তারের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত অধীর অধিকারী বিষয়খালীর কানুহরপুর গ্রামের বাসিন্দা। তিনিবিষয়খালী বাজার শুভ টেইলার্সের স্বত্বাধিকারী অজিত অধিকারীর পিতা।
প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, ঝিনাইদহ থেকে কালীগঞ্জ অভিমুখে একটি পিকআপ সজরে তাকে ধাক্কা দিলে অধীর অধিকারী মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তার ছেলে অজিত অধিকারী।
ঝিনাইদহে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, আমি দুর্ঘটনার কথা শোনার সাথে সাথে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি এবং ঘাতক পিকআপটিকে আটক করা হয়েছে। তবে পিকআপের চালককে আটক করা সম্ভব হয়নি। ওসি জানান পুলিশ পিকআপের ড্রাইভারকে আটক করার চেষ্টা চালাচ্ছে।
আসিফ কাজল, ঝিনাইদহ