“সচেতন মা, শিক্ষিত সন্তান, উন্নত জাতি” এই শ্লোগান’কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সোনাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সোনাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাডঃ লোকমান হোসেন। সমাবেশে সোনাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ জুনাঈদ এর সভাপতিত্বে ও সোনাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী মোঃ নুরুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুল আহাদ, সাাবেক মেম্বার সাহেদ মিয়া, সাবেক মেম্বার হাজী জাহের, জিল্লু মিয়া, মাহাব্বত মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আবু সায়েদ মিয়া, নাছির মিয়া, এমরান ইসলাম, জিল্লু মিয়া কন্ট্রাক্টর, জিয়াউর রহমান, মোস্তফা মিয়া, ইসরাইল মিয়া, সৌদি প্রবাসী ইসরাইল মিয়া, সগির মিয়া, আব্দুর রহমান, আলী আহম্মদ, জাহাঙ্গীর, সৌদি প্রবাসী আব্দুর রাজ্জাক, সোনাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর কুমার ভৌমিক, সাদেকা, শাহনেওয়াজ ভূইয়া, রাকিবা বেগমসহ এলাকার বিশেষ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ছেলে-মেয়েদের শিক্ষার পিছনে মায়ের ভুমিকা অপরিসীম। মায়েরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে শিক্ষা ক্ষেত্রে ছেলে-মেয়েরা ভালো ফলাফল করবেই।