মাদারীপুরে তিন শতাধিক ক্ষুদে শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের থানতলি এলাকায় জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। এ সময় নতুন ব্যাগ পেয়ে খুশি হয় শিক্ষার্থী।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তানিয়া ফেরদৌস। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে আলম সিদ্দিক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সী, কোডেকের এরিয়া ম্যানেজার আব্দুল কুদ্দুস, মাদারীপুর জেলার শাখা ব্যবস্থাপক আল আমিন প্রমুখ।

উপক‍‍ূলে পিছিয়ে পড়া নারী ও অসহায়দের এগিয়ে নিতে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে ক্ষুদ্রক্ষণ দানকারী বেসরকারি প্রতিষ্ঠান কোডেক। আর্তমানবতার সেবায় নানা সময়ে বিভিন্ন সহযোগিতার অংশ হিসেবে মাদারীপুরের জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, ডিসি একাডেমি, ঘটমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিকরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী তিন শতাধিক শিক্ষার্থীকে এ স্কুলব্যাগ উপহার হিসেবে দেওয়া হয়।