কুমিল্লার মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ৪১ ধারায় তিনটি বেকারীকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে মুরাদনগর উপজেলার বিভিন্নস্থানে এই অভিযান পরিচালনা করে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন ভূইয়া জনি ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা পৃথক পৃথক ভাবে এই অভিযান পরিচালনা করেন। এসময় বিএসটিআই কুমিল্লা অফিসের মেট্রোলজি ইন্সপেক্টর আরিফ উদ্দিন প্রিয়, মুরাদনগর থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল মামুন, এসআই আলমগীর হোসেনসহ সঙ্গীয় ফোর্সরা উপস্থিত ছিলেন।
অভিযানে মুরাদনগর সদরের আল মদিনা বেকারী, জনতা বেকারী ও নহল চৌমুহুনীতে লামিয়া বেকারীকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে বিস্কুট, কেক, পাউরুটি উৎপাদন, মোড়কজাত ও বিক্রয় করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ৪১ ধারায় দশ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন ভূইয়া জনি বলেন, খাদ্য উৎপাদন প্রতিষ্ঠান গুলোকে স্বাস্থসম্মত উপায়ে ও নিরাপদ খাদ্য উৎপানে বাধ্য করতে প্রশাসনের নজরদারী এবং অভিযান অব্যাহত থাকবে।
বার্তাবাজার/এম আই