পাবনায় মসলার বাজারে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, মূল্য তালিকা না রাখা, বাজার মনিটরিং ও ভেজাল খাদ্য বিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা।
সোমবার (২৯ মে) দুপুর ২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি নেতৃত্বে বড় বাজারে অভিযান পরিচালনা করে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য মূল্য তালিকা না থাকায় ১৪ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়।
এছাড়াও ঈদুল আযাহা সামনে রেখে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে, মূল্য তালিকা রাখাসহ ভেজাল খাদ্য রাখা থেকে বিরত রাখার জন্য ব্যবসায়ীদের সচেতন করা হয়।
বার্তাবাজার/এম আই