জমিজমা নিয়ে বিরোধের জেরে ফরিদপুরের আলফাডাঙ্গায় জামান মিয়া নামে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালিয়ে বসতঘর গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (২৬ মে) বিকালে উপজেলার বানা ইউনিয়নের টোনারচর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা নিয়ে প্রায় বছরতিনেক আগে থেকে বীর মুক্তিযোদ্ধা জামান মিয়ার সাথে একই এলাকার আমানত বেগের বিরোধ চলে আসছিলো। এই বিরোধের সূত্র ধরে আমানত বেগের লোকজন বীর মুক্তিযোদ্ধা জামান মিয়ার বসতঘর জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা করে আসছিল। সর্বশেষ শুক্রবার বিকালে আমানত বেগের নেতৃত্বে আহম্মদ মোল্যা, মাসুদ মোল্যাসহ ৩০-৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বীর মুক্তিযোদ্ধা জামান মিয়ার বসতঘরে হামলা চালায়। পরে তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বসতঘরের সম্পূর্ণ আসবাবপত্র ভাংচুর করে। এরপর টিনসেট ঘরটি ভেঙে গুঁড়িয়ে দেয়। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
জানতে চাইলে কান্নাজড়িত কন্ঠে বীর মুক্তিযোদ্ধা জামান মিয়া বার্তা বাজার’কে জানান, ‘আজ তিনটি বছর ধরে আমানত বেগের লোকজন আমার পরিবারের লোকজনের ওপর নানাভাবে অত্যাচার-নির্যাতন করছে। আমার বাড়ি দখলে নেওয়ার জন্য আমাকে ঠিকমতো বাড়ি থেকে বের হতেও দেয় না। অবশেষে আমার মাথা গোজার শেষ আশ্রয়স্থল টুকুও কেড়ে নিলো। এখন আমি আমার পরিবার নিয়ে কোথায় থাকবো?’
এবিষয়ে তাৎক্ষণিক অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের বার্তা বাজার’কে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
বার্তা বাজার/জে আই