চলতি অর্থবছরে বাংলাদেশকে বাজেট সহায়তায় হিসাবে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আগামী মাসের প্রথম সপ্তাহেই এ বাজেট সহায়তার ঋণচুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি সূত্র এ তথ্য জানা গেছে।
ইআরডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চলতি অর্থবছর ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলারের একটি বাজেট সহায়তা দেওয়ার কথা রয়েছে। তবে এখনো এডিবির বোর্ডে অনুমোদন হয়নি। অনুমোদন হলেই তারপরে চুক্তি হবে।
চলতি অর্থবছরের গত ২৪ মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। সাড়ে ৩ মাসের আমদানি সুরক্ষিত করার জন্য যথেষ্ট। এর পর বিশ্বব্যাংকের দেওয়ার বাজেট সহায়তা যোগ হওয়ার পর রিজার্ভ বেড়েছিল বলে জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এডিবির বাজেট সহায়তাও বৈদেশিক মুদ্রার রিজার্ভের তহবিল বাড়াতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাজেট সহায়তার অর্থ সরকার যেকোনো খাতে খরচ করতে পারে। তাই চাপ সামলাতে বাজেট সহায়তার অর্থ নেওয়া সরকারের জন্য বেশি সুবিধাজনক। তবে এ জন্য কিছু শর্ত পূরণ করতে হয়।
এডিবির সঙ্গে এখন বাজেট সহায়তার যে দর-কষাকষি হয়েছে, তাতে বেশ কিছু শর্ত রয়েছে। যেমন ব্যবসায় পরিবেশ উন্নয়ন, জ্বালানির দাম নির্ধারণ, ভর্তুকিসহ বিভিন্ন খাতে নীতি সংস্কার আনতে হবে। এসব শর্ত কতটা বাস্তবায়িত হলো, তা নিয়মিত নজরে রাখবে এডিবি। এবারের বাজেট সহায়তা দেওয়া হচ্ছে, তা সরকার সামাজিক নিরাপত্তা খাতে খরচ করতে চায় সরকার।
বার্তাবাজার/এম আই