গণপূর্তমন্রীর সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া শহরে ৫৫০ টাকা কেজিতে ঈদের আগে দুইদিন গরুর মাংস বিক্রয় করবে ছাত্রলীগ।

সোমবার (৮ এপ্রিল) ও মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এই মাংস বিক্রয় করা হবে। হতদরিদ্র সাধারণ মানুষের কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহণ করেছে ছাত্রলীগ।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন।

তিনি বলেন, রমজানের প্রথম দিন থেকে আমরা ভর্তূকি মূল্যে ৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমরা বিক্রয় করে এসেছি। এরই ধারাবাহিকতায় এবার মাননীয় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সার্বিক সহায়তায় ও উনার পক্ষ থেকে ঈদের আগে দুইদিন ছাত্রলীগ গরুর মাংস বিক্রয় করবে। এখানে প্রতিজন এক কেজি মাংস ক্রয় করতে পারবেন।

তিনি আরও জানান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সার্বিক সহযোগিতায় অতীতেও ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে ছিল, এখন আমরা থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি।