কিশোরগঞ্জের তাড়াইলে তিন সন্তানের জননী আছমা বিবি(৩৫) নামে মেয়ের লাশ দেখতে এসে স্ট্রোক করে মা আমেনা বেগম(৬৫) নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর নয়াপাড়া গ্রামে।

মৃত আছমা বিবির স্বামী কাঠমিস্ত্রি গেনু মিয়া জানান, সহধর্মিনী আছমা বিবি দীর্ঘদিন যাবৎ মরনব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত ছিল।সাধ্যমত স্ত্রীর চিকিৎসা করিয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় বুধবার(২৪মে) উন্নত চিকিৎসার জন্য নিজ স্ত্রী’কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মারা যান আছমা বিবি।ওই দিন রাত সাড়ে ১১টার দিকে আছমা বিবির লাশ বাড়িতে নিয়ে আসেন।এলাকাবাসী এবং আত্মীয় স্বজনদের পরামর্শে বৃহস্পতিবার (২৫মে) সকাল ১১টার দিকে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করার কথা।

খবর পেয়ে মেয়েকে এক নজর দেখার জন্য নিজ বাসস্থান ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কানুরামপুর থেকে গেনু মিয়ার শাশুড়ি সহ ১২/১৩ জন একটি মাইক্রোবাসে বৃহস্পতিবার (২৫মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার সেকান্দরনগর নয়াপাড়া আসেন।গেনু মিয়ার বাড়িতে নিজ মেয়ের লাশ দেখেই জ্ঞান হারান মা আমেনা বেগম।এলাকাবাসী আমেনা বেগম’কে দ্রুত তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।

বার্তা বাজার/জে আই