সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন নতুন ভিসানীতির প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে বৃহস্পতিবার মন্ত্রণালয় এমনটি জানায়।
যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নির্বাচন বানচাল বা এর আগে পরে সহিংসতা যারা করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার।
বিবৃতিতে বলা হয়, ‘ বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক ও ভোটাধিকারের ব্যাপারে অনেক বেশি সচেতন। ভোট কারচুপির মাধ্যমে জনগণের ম্যান্ডেট কেড়ে নিয়ে কোনো সরকার ক্ষমতায় থাকার নজির নেই। জনগণের ভোটের অধিকারকে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় পবিত্রতা বলে মনে করে।’
২০০৮ পরবর্তী বর্তমান সরকারের নির্বাচন কমিশন ও ভোট নিয়ে বিভিন্ন আইনি সংস্কারের কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ‘এসব উদ্যোগের ফলে নির্বাচনে জালিয়াতির আশঙ্কা অনেক কমেছে। পাশাপাশি সরকারের ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় দারিদ্র্য উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘কঠোর পরিশ্রমে অর্জিত গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক স্থিতিশীলতা এবং দেশে উন্নয়নের অর্জনকে টিকিয়ে রাখা সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করে।’
আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে প্রধানমন্ত্রী অঙ্গীকারাবদ্ধ উল্লেখ করে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানোর কথাও বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বার্তা বাজার/জে আই