যথাযোগ্য মর্যাদায় আশুগঞ্জ প্রেস ক্লাবের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক।
আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সেলিম পারভেজ, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজাদ রহমান।
ক্লাবের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চুর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক সুমন, অর্থ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক, পাঠাগার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন, কার্যকরি সদস্য আবু আব্দুল্লাহ, সাধারণ সদস্য লোকমান হোসেন, সহযোগি সদস্য বাবুল সিকদার, জহির সিকদার, খোকন মিয়া ও রিফাত উল্লাহসহ বিশেষ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
বার্তাবাজার/এম আই