কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে মিয়ানমার থেকে পাচারকালে ১.৫৯ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করেছে বিজিবি। তবে অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ জানান, মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের গুপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় বস্তা কাঁধে চার ব্যক্তি নাফ নদী পার হয়ে সীমান্ত অভিমুখে আসতে দেখে বিজিবি’র ধাওয়ার মুখে বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো উদ্ধার করে অভ্যান্তরে থাকা দুই লাখ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

অপরদিকে, একইদিন রাত ৮টা ৩০ মিনিটের সময় মিয়ানমার থেকে পাচারকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১.৫৯ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৬০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। বরাবরের মতো এই ঘটনায়তেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

জব্দকৃত মাদক পরবর্তীতে বিনষ্ট করনের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি’র এই কর্মকর্তা।

বার্তাবাজার/এম আই