বান্দরবানের লামায় মোটর সাইকেল দু্র্ঘটনায় শরিফ উদ্দিন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমারী পুলিশ ফাঁড়ির আইসি মো. ইয়াছির আরফাত।
শুত্রবার ১৭ মে সন্ধ্যা সাড়ে ৭’টার দিকে লামা-চকরিয়া সড়কের ইয়াংছা জিনামেজু আশ্রমের বাঁকে এই দুর্ঘটনা ঘটে।
এসময় ঘোরতর আহত দুইজনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আজ শনিবার (১৮ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শরীফ উদ্দিন (২৪) মারা যায়। বাকি অন্যজনের চিকিৎসা চলমান বলে জানা গেছে।
দুর্ঘটনায় নিহত যুবক লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড কাঁঠালছড়া এলাকার মৃত আবুল কাশেম ও শাহেদা বেগমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত শরীফ উদ্দীন (২৪) লামা-চকরিয়া সড়কের ইয়াংছা জিনামেজু আশ্রমের বাঁকে বাইক নিয়ে দাঁড়ানো অবস্থায় ছিল। মুহূর্তেই একই ইউপির ৭নং ওয়ার্ড বাসিন্দা মো. পারভেজ এর ছেলে রুবেল শর্ট বডি গাড়ী ওভারটেক করতে গিয়ে শরিফের বাইকে সজোরে ধাক্কা লাগে। এতে শরিফ ও তার বাইকে থাকা প্রসেনজিৎ ত্রিপুরা নামে অন্য যাত্রী গুরুতর আহত হয়। তখন স্থানীয়রা তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যায়।
এবিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বাইক দুটি পুলিশের হেফাজতে আছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
বার্তা বাজার/এইচএসএস