ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুরাদ হোসেন কে সমর্থন জানিয়ে সভা করেছেন আখাউড়া স্থলবন্দর ব্যবসায়ীকবৃ্ন্দরা।
১৮ মে শনিবার দুপুর ১২ টার সময় স্থলবন্দর সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের অফিসে এক আলোচনা সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মুরাদ হোসেনকে সমর্ধন জানান সি এন্ড এফ এজেন্ট ও আমদানি রপ্তানি কারক এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।
এসময় ব্যবসায়ীক নেতৃবৃন্দরা বলেন, আখাউড়া উপজেলা আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী মুরাদ হোসেনকে আমরা স্থল বন্দর ব্যবসায়ীক নেতৃবৃন্দের একক প্রার্থী হিসেবে ঘোষনা করেছি। আজ থেকে নির্বাচনী মাঠে মুরাদ হোসেনের আনারস প্রতীকে পক্ষে প্রচার প্রচারণা জন্য কাজ করবে বলেনও জানান ব্যবসায়ীক নেতৃবৃন্দরা।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, সি এন্ড এফ এজেন্টের সভাপতি হাসিবুল হাসান, সাধারণ সম্পাদক ফুরকান খলিফা,আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াব মিয়া,সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম, সাবেক সি এন্ড এফ এজেন্টের সভাপতি মোবারক হোসেন,বিশিষ্ট ব্যবসায়ীক ইদন মিয়া,হাফিজ মোল্লা,নাছির উদ্দিন প্রমুখ।
বার্তা বাজার/এইচএসএস