চট্টগ্রামে ১৩ হাজার পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২১ মে) রাতে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম ) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আলী হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে নগরীর কোতোয়ালী থানাধীন রেয়াজউদ্দীন বাজার, আব্দুল্লাহ সিদ্দিকী রোড় এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আলমগীরকে ১৩০০০ পিস ইয়াবাট্যাবলেট সহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি কক্সবাজার জেলার বিভিন্ন উৎস হতে কম মূল্যে ইয়াবা ক্রয় করে বেশি মূল্যে বিক্রির উদ্দেশ্য নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
বার্তা বাজার/জে আই