বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে আজ বুধবার বেলা ১২টায় বরগুনার বড়ইতলা ফেরিঘাট মহাসড়কের পোটকাখালী এলাকায় টায়ার ও গোল কাঠ জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, বিএনপির কর্মীরা হঠাৎ দলীয় স্লোগান দিয়ে সড়ক অবরোধ করে যানবাহন আটকে রাস্তায় টায়ার ও গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে দেয়। এতে রাস্তায় থাকা অন্য যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিএনপি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করলে নাম না প্রকাশ করার শর্তে বলেন, চলমান বিচারহীনতা, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে আমাদের এ অবরোধ কর্মসূচি। দাবি পূরণ না হলে আগামীতে আরও বড় ধরনের কর্মসূচি পালন করবো।

বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আ. হালিম বার্তা বাজার’কে বলেন, আমি আপনার মাধ্যমে অবগত হয়েছি। সব যায়গায় আমাদের পুলিশ মোতায়েন করা রয়েছে। তারপরেও গোপনে কিছু যায়গায় এমনটা যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনাহবে। ঘটনা স্থলে পুলিশ পাঠাচ্ছি।

বার্তা বাজার/জে আই