কুমিল্লা মুরাদনগরে স্বাস্থ্যখাতে উন্নয়নের এক দশক পূর্তি উপলক্ষে সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। মেডিকেল অফিসার ডা. কাজী জুয়েল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম মানিক, টনকি ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মনিরুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডা.আবুল কালাম আজাদ, ডা.রবিউল আলম, ডা. সুমন দত্ত, ডা.সোহরাব হোসাইন, ডা. ইয়াকুব আলী, ডা. আব্দুল্লাহ আল মামুন।
অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, ধামঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির, নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়ের, নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি জাকির, পূর্বধৈর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহিম পারভেজ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ, ইউপি সদস্য আল আমিন বাদশা প্রমুখ।
বার্তাবাজার/এম আই