পটুয়াখালীর গলাচিপায় জমিজমা নিয়ে বিরোধের জেড়ে প্রতিপক্ষের হামলায় দুই জন আহত হয়েছে। ৯ জুলাই উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কল্যান কলস গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলো, ফারুক মল্লিক (৪৫) এবং মরিয়ম আক্তার (১২)। আহতরা বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত ফারুক মল্লিকের ভাই আসাদুজ্জামান বলেন, একই এলাকার জাহাঙ্গীরের সাথে দীর্ঘদিন যাবত জমি-জমা নিয়ে দ্বন্দ্ব তাদের সাথে। বিগত দিনে তাদের জমি জোড় পূর্বকভাবে দখল করে আসছিলো জাহাঙ্গীর। তারই পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার সকালে রাস্তার পাশে ছাগল বানতে যায় ফারুক মল্লিক তখনই জাহাঙ্গীর ও তার ছেলে সজীব, শাওন, বউ মরিয়ম লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফারুক মল্লিককে। পরে আমার মা ও স্বজনরা ঘটনাস্থলে পৌছালে আহত অবস্থায় ফরুককে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

ফারুক মল্লিকের মা মনোয়ারা বেগম জানান, এরা আমার ছোট নাতিটাকেও ছাড়েনি। লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেয় মরিয়মের। আমরা এর সঠিক বিচার চাই।

এঘটনায় আজ সোমবার মামলা করবেন বলে জানান ফারুক মল্লিকের ভাই আসাদুজ্জামান।

বার্তাবাজার/রাহা