বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রনয়ণ ও ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধনের দাবিতে পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শুক্রবার (৩ মে) বেলা বারোটায় সদর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে সাংবাদিকরা। এসময় পটুয়াখালী প্রেসক্লাবের প্রবীণ ও নবীন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার (পটুয়াখালী) জাকারিয়া হৃদয়ের সঞ্চালনায় রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জি, সাবেক সভাপতি জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা বিভিন্ন সময় কারণ অকারণে হয়রানির শিকার হয়ে থাকে। এর মধ্যে আবার ডিজিটাল সিকিউরিটি আইনেও সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। একটা দেশের চতুর্থ স্তম্ভ হওয়া সত্বেও সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করতে পারছে না। তাই মুক্ত গণমাধ্যম দিবসের এই দিনে সাংবাদিকদের সকল সমস্যা দূরীকরণে সরকারের হস্তক্ষেপ দাবি করেন তারা। এছাড়াও মফস্বল সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য ওয়েস বোর্ড বাস্তবায়ন করার দাবি জানানো হয়।

বার্তা বাজার/এইচএসএস