চট্টগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী তীব্র তাপপ্রবাহে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানি, শরবত ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। মঙ্গলবার (০৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম।

তিনি জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী সোমবার নগরীর শুভপুর বাস স্টেশন এলাকায় তীব্র তাপপ্রবাহে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানি, শরবত ও খাবার স্যালাইন বিতরণের উদ্যোগ গ্রহন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রামে মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এম এ নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর যুবলীগের ক্রীড়া সম্পাদক রাজীব হাসান রাজন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ২৯নং আওয়ামী যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ প্রমুখ।