রংপুর নগরীতে আগামীকাল (২৪ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে যুবদল, ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে নগরীর সিটি বাজার এলাকায় এই মিছিল করে তারা।

তবে ওই মিছিলটি স্থায়ী হয়নি। এ সময় নগরীর ভাঙ্গা মসজিদ এলাকা ও টাউন হল চত্বরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোনো আহতের ঘটনা ঘটেনি।

এসময় সংবাদ সংগ্রহে থাকা দেশ টিভির রংপুর প্রতিনিধি আসলাম হোসেনের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা। এমনকি তাকে লাঞ্ছিত করাও হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, আমরা তিনিট বিস্ফারিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করেছি, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আমরা আইনি প্রক্রিয়ায় যাব।

উল্লেখ, রোববার রংপুর মহানগরীতে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির অঙ্গসহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বার্তাবাজার/এম আই