আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে আর তত্বাবধায়ক সরকার হবে না। তত্বাবধায়ক সরকারের কনসেপ্টকে হত্যা করেছে বিএনপি। তাই এই সরকার আর আসার সুযোগ নাই। দেশের সংবিধান মেনে শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন হবে। কেউ আসুক বা না আসুক নির্বাচন হবে যথাসময়ে।

শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের প্রতিপক্ষ বিষধর সাপ-তাদের বিষদাঁত ভেঙ্গে দিতে হবে। তারা আঘাত করলে প্রতিঘাত করবো আমরা।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের আস্থা দেশের জনগণের উপর আর বিএনপির আস্থা সেই বিদেশীদের উপর। দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবেনা। আওয়ামী লীগ যতোবার ঐক্যবদ্ধ ছিলো ততোবারই বিজয়ী হয়েছে।

সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি মো.হেলাল উদ্দিন প্রমূখ।

বার্তাবাজার/এম আই