বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি এবং হত্যাযজ্ঞ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। তারই অংশ হিসেবে র‌্যালি ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে হাতিয়া উপজেলা ছাত্রলীগ।

সোমবার (৬ মে) দুপুর ১২টায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর আহমদিয়া আলিয়া মাদ্রাসার মাঠ থেকে বিক্ষোভ সহকারে র‌্যালিটি বের হয়ে সাগরিয়া বাজারে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় মাদ্রাসার মাঠে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক।

র‌্যালি পরবর্তী আলোচনা সভায় হাতিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজেদ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি টিপু সুলতান, প্রচার সম্পাদক হাসান উদ্দিন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক, হাতিয়া ডিগ্রী কলেজের সভাপতি মোক্তাদির আলী পূর্ণ, বুড়িরচর আহমদিয়া আলিম মাদ্রাসার সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মিরাজ, তমরদ্দি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেরাজ হোসেন, জাহাজমারা ইউনিয়ন পশ্চিম শাখার সভাপতি নাদির হোসাইন, সাধারণ সম্পাদক জনি ইসলাম, সহ সভাপতি নাজমূল হোসেন প্রমুখ।

এসময় বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে গাজায় যুদ্ধকে গণহত্যা উল্লেখ করে “স্বৈরাচার নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক”; “গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিন স্বাধীন করো”; “ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন” সহ বিভিন্ন স্লোগান দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। কর্মসূচিতে ছাত্রলীগের ভিবিন্ন ইউনিটের নেতাকর্মীসহ দুই  সহস্রাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে৷

উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্র নীতির অন্যতম দিক ছিলো ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন। বঙ্গবন্ধুর মতোই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মানচিত্রে যে বলিষ্ঠতার সাথে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের দাবি উত্থাপন করেছেন, তা সত্যি অতুলনীয়।

তিনি আরো জানান, ইসরাইল ফিলিস্তিনের মানুষকে নির্বিচারে হত্যা করছে। আমরা সাধারণ মানুষ হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাই এবং আন্তর্জাতিক আইনের আওতায় তাদের শাস্তি জানাই।

বার্তা বাজার/এইচএসএস