রুশ সেনারা বাখমুতে ভারী আর্টিলারি এবং বিমান হামলা বৃদ্ধি করছে। ইউক্রেনের পদাতিক বাহিনীর কমান্ডার জেনারেল ওলেকজান্ডার সিরিস্কি এই তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের এই কমান্ডার বলেন, ‘শহর ধ্বংস করতে শত্রুরা এখন ভারী আর্টিলারি এবং বিমান হামলার সংখ্যা বৃদ্ধি করছে।’
জেনারেল ওলেকজান্ডার সিরিস্কি বলেন, যেকোনো মূল্যে রুশ সেনারা বাখমুতের নিয়ন্ত্রণ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এটা করতে গিয়ে রুশ বাহিনী বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে দাবি করেন তিনি।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের নিয়ন্ত্রণ নিয়ে ভয়াবহ লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনী। শহরটির নিয়ন্ত্রণ নিতে বিরতিহীন হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। অন্যদিকে শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখতে অতিরিক্ত বাহিনী পাঠিয়ে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন।
বাখমুতে যুদ্ধের আগে ৭০ হাজারের বেশি মানুষ ছিল। কিন্তু কয়েক মাসের লড়াইয়ে এখন শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাখমুত দখল করতে পারলে রুশ বাহিনীর জন্য দোনেৎস্ক অঞ্চলের অবশিষ্ট দুটি শহর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক নিয়ন্ত্রণের পথ উন্মুক্ত হবে। সূত্র: আল জাজিরা