”উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে বিআরডিবি কর্তৃক বাস্তবায়িত পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় এর পল্লী উন্নয়ন দলের সুফলভোগীদের তিন দিন ব্যাপি গাভী পালন প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত হয়।
এসময় তিন দিনে ৪০ জন উপকারভোগীকে আর্থিকভাবে লাভবান হতে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়৷
প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের বিআরডিবি উপ-পরিচালক কাউসার আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুস ছালাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন চৌধুরী প্রমূখ।
বার্তা বাজার/জে আই