দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক চাপায় নিহত হওয়া মানসিক ভারসাম্যহীন সেই বৃদ্ধার পরিচয় শনাক্ত করেছে সিআইডি’র ফরেনসিক বিভাগ।

শুক্রবার দুপুরে ফরেনসিক বিভাগের সদস্যরা থানায় এসে নিহতের আঙ্গুলের ছাপ নেন এবং প্রযুক্তিকে ব্যবহার করে তার পরিচয় শনাক্ত করেন।

নিহত ওই বৃদ্ধা হলেন তুলি বেগম (৫০)। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার রানীরহাট-মন্ডলপাড়া গ্রামের আহম্মদ আলীর মেয়ে।

এরআগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কলাবাড়ী নামক স্থানে রাস্তাপারের সময় ট্রাকের চাকায় পৃষ্ট হন নিহত ওই বৃদ্ধা। মানসিক ভারসাম্যহীন হওয়ায় কেও তার পরিচয় শনাক্ত করতে পারছিলো না। পরে ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) লিখন কুমার মন্ডল নিহত ওই বৃদ্ধার মরদেহ থানায় নিয়ে আসেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, নিহতের পরিচয় শনাক্তের জন্য আমরা আমাদের বিশেষায়িত ইউনিট সিআইডিকে খবর দেই। তাদের ফরেনসিক ইউনিট থানায় এসে প্রযুক্তির সহযোগীতায় নিহতের পরিচয় শনাক্ত করেছে। নিহতের পরিবারের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি।

বার্তা বাজার/এইচএসএস