কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদে নেমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তানভীর (২৩) নিখোঁজ হয়। দুদিনেও উদ্ধার করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা যায় নিখোঁজ ছাত্রের সাথে আরও দুই বন্ধু নদীতে নামলেও তারা তীরে উঠতে সক্ষম হন।
সোমবার বিকেলে পৌনে চারটার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী রেললাইনের কুমারখালীর কয়া গড়াই রেলসেতু এলাকায় এঘটনা ঘটে। ঘটনাস্থলে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম পরিদর্শন করেছেন। নিখোঁজ তানভীর বরগুনা জেলার বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও কুমারখালী থানা পুলিশ সূত্র জানায়, একটি হাইস গাড়ি নিয়ে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ১৩জন ছাত্র মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসেন। তাঁরা প্রথমে মেহেরপুরের মুজিবনগর, পরে কুমারখালীর লালন আখড়াবাড়ি দেখেন।
পরে কুমারখালী লাহিনীপাড়া এলাকায় গড়াই নদে রেলসেতুর নিচে তিন বন্ধু নামেন। তারা সাতরে গড়াই নদ পার হবার চেস্টা করেন। ওপারে পার হবার সময় দুই বন্ধু তীরে উঠতে সক্ষম হন। কিন্তু তানভীর নামে একজন পানিতে তলিয়ে যান।পরে খবর পেয়ে সেখানে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার অভিযান শুরু করেন।
ঘটনাস্থল থেকে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন বলেন, ১৩জনের মধ্যে একজন খুলনা বিভাগীয় কমিশনারের ছেলে আছেন। বারজন সুস্থ আছেন। একজন এখনও নিখোঁজ। তাকে দ্বিতীয় দিনে উদ্ধারে চেষ্টা চলছে। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত খোজ মেলেনি।
বার্তা বাজার/জে আই