পটুয়াখালীর কুয়াকাটায় দুটি আবাসিক হোটেলে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার(১০ জুন)বিকেলে আমির হামজা ও নাইস লুক নামের দুই আবাসিক হোটেলে এ জরিমানা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হেসেন।ইমারত নির্মাণ আইন ১৯৫২ এর ৩ এবং ১২ ধারায় এ জরিমানা করা হয়।
জানা যায়,কর্তৃপক্ষের নিয়ম নিতির তোয়াক্কা না করে কুয়াকাটায় ব্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠছে বহুতল হোটেল।অথচ কেটিসি( কুয়াকাটা ট্যুরিজম সেন্টার) এর আওতাভুক্ত এরিয়া,যেখানে যে কোন স্থাপনা করতে হলে সরকার প্রণিত মাস্টার প্ল্যান অনুসরণ এবং বিভাগীয় কমিশনারের অনুমোদন নিতে হয়।সেসবে কেউ কোন তোয়াক্কা না করেই তুলছেন বহুতল ভবন।
এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন,কুয়াকাটার যেসকল হোটেল মালিকরা কর্তৃপক্ষের অনুমদন ছাড়া ভবন নির্মাণ করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যহত থাকবে।
বার্তা বাজার/জে আই