আগামী ৫ জুন ৪র্থ ধাপে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় সোমবার (২০ জুন) রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

এতে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ গতবারের মতো ঘোড়া প্রতীক পেয়েছেন, আনারস প্রতীকে আব্দুল মতিন চৌধুরী, দোয়াত কলম প্রতীকে সেলিম রেজা, মোটরসাইকেল প্রতীকে মো. আবু ইউসুফ আলী, রেজাউল করিম পেয়েছেন কাপ পিরিচ প্রতীক নিয়ে লড়বেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান চশমা প্রতীক পেয়েছেন, টিউবওয়েল প্রতীক পেয়েছেন মো. আনিছুর রহমান ভূইয়া, তালা প্রতীকে হাফিজুর রহমান, শরিফুল ইসলাম উড়োজাহাজ প্রতীক পেয়েছেন ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে সম্পা রহমান, হাঁস প্রতীকে তাহমিনা ওয়াজেদ মেরীনা, , ফুটবল প্রতীকে উম্মে নূর পিয়ারা, কলসি প্রতীক পেয়েছেন মোছা. সেফালী খাতুন।

৪র্থ ধাপের নির্বাচন পরিচালনার রিটার্নিং অফিসার মো: ইমরান হোসেন বিপিএএ প্রার্থীদরে হাতে প্রতীক সম্বলীত চিঠি তুলে দেন। আগামী ৫ই জুন ইভিএম এর মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকাল ৮ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

প্রতীক বরাদ্দের সাথে সাথেই প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন এলাকা। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের ফেস্টুন, পোস্টার পোস্টারে ছেয়ে গেছে উপজেলার ৪টি ইউনিয়ন। সাধারণ মানুষ বলছে, চেয়ারম্যান প্রার্থীদের ক্ষেত্রে দরীয় প্রতীক না থাকায় হাড্ডাহাড্ডি হবে এবারে নির্বাচন।