আসন্ন ৫ জুন চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় তিনটি পদে ২৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সোমবার (২০ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থীর মাঝে এ প্রতীক বরাদ্দ দেন।
চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান (কাপ-পিরিচ), সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খান বেলায়েত হোসেন (দোয়াত-কলম), বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন (উট), সদ্য পদত্যাগকারী পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান (টেলিফোন), কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত (আনারস), আফিনজা জুয়েলার্সের চেয়ারম্যান কাজী মনিরুল হক (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আহসান উদ্দৌলা রানা (শালিক), আলমার্স জুয়েলার্স লিমিটেডের পরিচালক আবুল খায়ের খান বুরুজ (হেলিকপ্টার) ও ইতালি প্রবাসী শেখ আব্দুর রহমান জিকো (জোড়া ফুল) প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা কৃষকলীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম (টিয়া পাখি), তরুণ সমাজসেবক কাজী শহিদুল ইসলাম সজল (মাইক), চরনারানদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াছিন মোল্যা (তালা), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম (টিউবওয়েল), বুড়াইচ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. হুমায়ুন মোল্যা (বই), পাঁচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামের মোমিনুর রহমান সবুজ (চশমা) ও পৌর এলাকার শ্রীরামপুর এলাকার মুরাদ হোসেন (উড়োজাহাজ) প্রতীক পেয়েছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন (ফুটবল), সদর ইউনিয়নের শুকুরহাটা এলাকার শারমিন আফরোজ সুমি (তীর-ধনুক), একই ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামের মনোয়ারা ছালাম (ফুলের টব) ও বিউটি বেগম (বৈদ্যুতিক পাখা), পাঁচুড়িয়া ইউনিয়নের পশ্চিম চরনারানদিয়া গ্রামের আছিয়া খানম (পদ্মফুল), গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম এলাকার বিউটি বেগম (প্রজাপতি), পৌর এলাকার হিদাডাঙ্গা গ্রামের রিনিয়া বেগম (কলস) ও বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া এলাকার দিপালী রায় (হাঁস) প্রতীক পেয়েছেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল বার্তা বাজার’কে জানান, ‘আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে বৈধ ২৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে । প্রতীক বরাদ্দের পর পর প্রত্যেক প্রার্থী তার নির্বাচনী এলাকায় আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাতে পারবেন। যদি কোন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’