বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম থেকে হাতিয়া আসার পথে বঙ্গোপসাগর মোহনায় হাতিয়া সন্ধীপ চ্যানেলে এম.ভি মোহছেন আউলিয়া নামে একটি মালবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের পাশে থাকা এম.ভি মায়মুনা-১০ নামক একটি জাহাজের লোকজন তা দেখতে পেয়ে উক্ত ট্রলারে থাকা মাঝি-মাল্লাদের উদ্ধার করলেও ট্রলারটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধায় ট্রলারের কেরানী মো: জিহাদ উদ্দিন হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
ট্রলারের মালিক মোঃ আলী (৬৩) সন্ধীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের আব্দুল বাছেকের ছেলে।
ট্রলারের কেরানী মো: জিহাদ উদ্দিন বলেন, বৃহস্পতিবার ভোর রাতে চট্টগ্রাম চাকতাই ফিশারী ঘাট থেকে এম.ভি মোহছেন আউলিয়া ট্রলারটি হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল ৯টার দিকে কর্ণপূলী ১নং ভয়ার সামনে আসলে হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হয়। প্রচন্ড ঢেউ এবং বাতাশের কারণে ট্রলারটির তলা ফেটে পানি ডুকে সাগরে তলিয়ে যায়।

এ সময় অদূরবর্তী এম.ভি মায়মুনা-১০ নামক জাহাজের লোকজন তা দেখতে পেয়ে আমাদের ৭জনকে উদ্ধার করেন।
ট্রলার মালিক মোঃ আলী জানান, ট্রলারে ঢেউটিন, সিমেন্ট, মুদি মালামাল সহ প্রায় ১ কোটি  টাকার মালামাল ছিলো। সকাল থেকে কয়েকটি বোট নিয়ে ট্রলারটি খোঁজা হচ্ছে, তবে এখনো কোন সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ আমির হোসেন জানান, এম.বি মোহছেন আউলিয়া নামক ট্রলারটি চট্টগ্রাম থেকে হাতিয়ায় আসার পথে বৈরী আবহাওয়ার কারনে ডুবে যায়, ট্রলারটি উদ্ধারে নৌ-পুলিশ কাজ করছে।

বার্তাবাজার/রাআ