বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সাধারণ নির্বাচন ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি মো. জামাল হোসেন এবং সাধারণ সম্পাদক মো. ফয়েজ উদ্দিন।

বুধবার (৭ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগারে ভোট গ্রহণ কেন্দ্র স্থাপন করা হয়।

বৃহস্পতিবার (৮ জুন) ওই নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোবারক হোসাইন, সহকারী সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলী, অর্থ সম্পাদক উছমান গনি, সাংগঠনিক ও প্রচার সম্পাদক মো. বাবুল মিঞা, সমাজকল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. ফজলুল হক টিটু এবং মহিলা বিষয়ক সম্পাদিকা ঝুমা রাণী সূত্রধর। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে মো. ওয়াসিমুজ্জামান, মো. সাইদুর রহমান, মো. আসাদুর রহমান, রুহানুর রহমান মিঠু, মো. বদর উদ্দিন এবং মো. আ. রহিম মীর।

৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেছেন মো. লুৎফর রহমান। তিনি জানান, ১০ টি পদের বিপরীতে প্রার্থী ছিলো মোট ২৮ জন। এর মধ্যে সভাপতি পদপ্রার্থী ছিলো ৫ জন। সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক, সাংগঠনিক ও প্রচার সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক প্রতিটি পদের বিপরীতে পদপ্রার্থী ছিলো ২ জন করে। অর্থ সম্পাদক ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ১জন করে এবং নির্বাহী সদস্য পদে পদপ্রার্থী ছিলো মোট ৯ জন।

বার্তাবাজার/রাআ