মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ভাসমান অজ্ঞাত এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে সদর উপজেলার আড়িয়াল খাঁ নদের পূর্বরাস্তি এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, অজ্ঞাত ওই তরুণের বয়স ২৫ থেকে ২৬ বছর। তার মরদেহটি নদে ৪ থেকে ৫ দিন ভাসমান ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আড়িয়াল খাঁ নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান ওই অজ্ঞাত তরুণের মরদেহটি উদ্ধার করে। এরপর লাশটি ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ সম্পর্কে সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, নদ থেকে উদ্ধার হওয়া লাশটির মুখমন্ডলসহ শরীরের অনেক অংশ পচে গলে গেছে। প্রাথমিক পর্যায় লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তার পরিচয় শনাক্তকরণের জন্য সিআইডি পুলিশের একটি বিশেষ ইউনিট কাজ করছে। ধারণা করা হচ্ছে, তাকে নৃশংসভাবে হত্যার পরে লাশটি নদে ফেলে দেওয়া হয়।

বার্তাবাজার/রাআ